ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার আব্দুল লতিফ আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার আব্দুল লতিফ আর নেই

সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ট্রেজারার ও সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য মো. আব্দুল লতিফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মাগুরা জেলা সদরের বড়খরি গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মুত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী ও পরিচালক গোলাম সরওয়ার বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

মো. আব্দুল লতিফ ২০১৮ সালের ৮ জানুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে চার বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিত ঘোষের চাকরির মেয়াদ শেষ হওয়ায় ২০২১ সালের জুন থেকে তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি ট্রেজারারের দায়িত্বও পালন করছিলেন। ২০২২ সালের ৭ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হলে উভয় পদ থেকে অবসরে যান। অবসরগ্রহণ করেই তিনি নিজ জেলা মাগুরায় ফিরে যান।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।