ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

নিখোঁজের ৪ দিনপর বস্তায় বৃদ্ধার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
নিখোঁজের ৪ দিনপর বস্তায় বৃদ্ধার মরদেহ

সাতক্ষীরা: সাতক্ষীরায় নিখোঁজের চার দিনপর রৌফন নেছা (৭০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) সকালে সদর উপজেলার শুকদেবপুর গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রৌফন নেছা ওই গ্রামের সিদ্দুকুর রহমানের স্ত্রী।

সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিত কুমার বাংলানিউজকে জানান, বৃদ্ধ রৌফন নেছা চারদিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার রাতে মাটি আগলা দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। সকালে পুলিশ শুকদেবপুর গ্রামে গিয়ে মাটি খুড়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে। সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে মাটিচাপা দেওয়া ছিল মরদেহটি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বাংলানিউজকে বলেন, ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যার পর বস্তায় ভরে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।