ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে ২ ড্রেজার ধ্বংস, ২০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
বকশীগঞ্জে ২ ড্রেজার ধ্বংস, ২০ হাজার টাকা জরিমানা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে দুইটি বালু তোলা ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একটি ড্রেজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে বকশীগঞ্জ পৌর এলাকার জিগাতলা ও সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়ায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পৌর এলাকার জিগাতলা ও সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং ১৫ শত ফিট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়। এ সময় কারণ মিয়া নামে এক ড্রেজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।