ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রাফিক ও টহল পুলিশের সদস্যদের ইফতার পাঠালেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
ট্রাফিক ও টহল পুলিশের সদস্যদের ইফতার পাঠালেন মাশরাফি

নড়াইল: ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন সড়কের শৃঙ্খলা রক্ষায় আর টহল পুলিশেরা থাকেন নিরাপত্তা জোরদারের দায়িত্বে। যখন ইফতারের সময় হয় তখন সড়কের মধ্যে দাঁড়িয়েই তাদের সারতে হয় ইফতার।

দায়িত্ব পালনে অটল এমন মানুষগুলোর সম্মানে ইফতার পাঠালেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (১৮ এপ্রিল) একদল যুবক ইফতারের আগ মুহূর্তে মাশরাফির পক্ষ থেকে ইফতারের প্যাকেট নড়াইল বাঁধাঘাট সংলগ্ন ট্রাফিক ফাঁড়িতে পৌঁছে দেন। সংসদ সদস্য মাশরাফির বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে এসব পুলিশ সদস্যদের কাছে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের সৌজন্যে দেওয়া ইফতারের প্যাকেটে লেখা ছিল—
“পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা… সবাই যখন পরিবার-পরিজনের সাথে ইফতার করে, তখন আপনারা থাকেন সড়কে শৃঙ্খলা রক্ষা আর জনসাধারণের নিরাপত্তার দায়িত্বে। পেশাদারিত্বের দায়বদ্ধতাই শুধু নয়, মানুষের সেবায় আপনাদের কর্ম অনন্য হয়ে রবে।

দেশের সেবায় নিয়োজিত সম্মানিত ট্রাফিক পুলিশ ও সড়কে টহলরত পুলিশ ভাইদের জন্য আমার পক্ষ থেকে ইফতার উপহার। ”

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক এএসআই মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, আমাদের খুব ভালো লাগছে যে, আমাদের খোঁজ নেওয়ার মতো একজন মানুষ নড়াইলে আছেন। আমরা এমপি সাহেবকে ধন্যবাদ জানাই।

এটিএসআই হযরত আলী বাংলানিউজকে বলেন, মাশরাফি স্যার শুধু ভালো খেলোয়াড়ই না, তিনি একজন ভালো মানুষ। আগে লোকের মুখে এসব শুনতাম, আজ নিজেই তা বুঝতে পারলাম।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।