ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

গ্রিন রোডে কার্নিশ ধসে তিন পথচারী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
গ্রিন রোডে কার্নিশ ধসে তিন পথচারী আহত

ঢাকা: রাজধানীর গ্রিন রোডে একটি বহুতল ভবনের কার্নিশ ধসে পড়ে তিন পথচারী আহত হয়েছেন।

আহতরা হলেন- শফিকুল ইসলাম (৪০) ও এনামুল হক (৫০)।

আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন  প্রত্যক্ষদর্শীরা।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় রূপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, শফিকুল ও এনামুল গ্রিন লাইফ হাসপাতালের পাশে একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে বের হওয়ার পর পাশের খাজা হোটেলের ছয়তলা বিল্ডিংয়ের কার্নিশ ভেঙে নিচে পড়ে যায়। এ সময় তারা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত শফিকুল ধানমণ্ডি আই হাসপাতালের পেছনের একটি বাসায় থাকেন। গ্রিন রোডে সায়মা কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার। আর গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল। রেস্টুরেন্টের ওপরের তলায় থাকেন তিনি।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, একটি পুরনো ভবনের কার্নিশ ধসে পড়ে দুই পথচারী আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।