ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় পাওয়ার টিলার খাদে পড়ে চালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
হাতিয়ায় পাওয়ার টিলার খাদে পড়ে চালকসহ নিহত ৩ ফাইল ফটো

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি-ওছখালী সড়কের তমরদ্দি বাজারের প্রধান সড়কের বেজুগোলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


  
নিহতরা হলেন- উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), একই ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রুবেল (২৫) ও আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (১৫)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, তমরদ্দি থেকে দু’জন হেলপারকে সঙ্গে নিয়ে চালক পাওয়ার টিলার চালিয়ে উপজেলার ওছখালী বাজারে যাচ্ছিলেন। পথে উত্তর বেজুগোলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটি উল্টে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক ও দুই হেলপার। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
   
আইনি প্রক্রিয়া শেষে তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।