ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড থানার ইফতার মাহফিল মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড থানার ইফতার মাহফিল মঞ্চ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় প্রায় আড়াইশ লোকের ইফতার মাহফিলের মঞ্চ বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।

শুক্রবার (২২ এপ্রিল) ইফতারের জন্য নির্ধারিত সময় ছিল।

এ উপলক্ষে থানার অভ্যন্তরে সাজানো হয় ইফতার মাহফিলের মঞ্চ। আর মঞ্চের পাশেই চলছিল ইফতার সামগ্রী তৈরির রান্না।

এর মধ্যে হঠাৎ বিকেলে শুরু হয় বৈশাখী ঝড়। এতে মুহূর্তের মধ্যে সাজানো গোছানো সব আয়োজন লণ্ডভণ্ড হয়ে যায়। বাতাসে এলোমেলো হয়ে যায় চেয়ার টেবিলসহ হাঁড়ি পাতিল। খাবার সামগ্রীও নষ্ট হয়।  

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, থানা পুলিশের আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত থাকার কথা ছিল কমিউনিটি পুলিশ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের। সব মিলিয়ে প্রায় দুই থেকে আড়াইশ মেহমান। এরমধ্যে ঝড়ে সব আয়োজন লণ্ডভণ্ড হয়ে যায়।  

ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোস্তফা কামাল জানান, খবর পেয়ে থানায় এসে দেখি ঝড়ে ইফতার মাহফিল মঞ্চ, খাবার সামগ্রী উড়িয়ে নিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। কমিউনিটি পুলিশের সদস্যদের নিয়ে পুনরায় ইফতার সামগ্রী তৈরি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।