ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে আরো ৩ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
খাগড়াছড়িতে আরো ৩ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।  

শুক্রবার (২২ এপ্রিল) সকালে রামগড় উপজেলার দাতারামপাড়া এলাকায় জনতা ব্রিকস ও মেঘনা ব্রিকস নামে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

এছাড়া গুইমারা উপজেলাতেও মদিনা ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার মহালছড়ি উপজেলায় আরো দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন।  

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক ধারাবাহিক অভিযান অব্যাহত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।