ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

দুই বছর পর না.গঞ্জে ঈদগাহে হবে ঈদের জামাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
দুই বছর পর না.গঞ্জে ঈদগাহে হবে ঈদের জামাত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে টানা দুই বছর করোনার কারণে ঈদের জামাত ঈদগাহে অনুষ্ঠিত না হলেও এবার বড় পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই বছর করোনার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত না হলেও এবার বড় পরিসরে হবে। আমরা এখনও ঈদের জামাতের সময় নির্ধারণ করিনি। তবে দ্রুতই বৈঠকে বসে করবো।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, এবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। ঈদের জামাতকে কেন্দ্র করে জেলার প্রতিটি ঈদগাহে ও মসজিদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, র‍্যাব, গোয়েন্দা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা দেবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।