ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদে বাসা না বদলাতে বললেন এসপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
ঈদে বাসা না বদলাতে বললেন এসপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ঈদের সময় নগরবাসীকে বাসা না বদলানোর আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। সম্ভব হলে বাসা একদম ফাঁকা রেখে কোথাও না যেতে এবং গেলেও প্রতিবেশীকে খেয়াল রাখার কথা জানাতে নগরবাসীকে অনুরোধ করেন তিনি।

শনিবার (২৩ এপ্রিল) বাংলানিউজের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসপি জায়েদুল আলম বলেন, ঈদে প্রতিটি এলাকা, পাড়া-মহল্লায় আমাদের বিশেষ নিরাপত্তা টহল জোরদার করা হবে। এখন পর্যন্ত ঈদ, ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই। আমরা আমাদের সব ইউনিটকে প্রস্তত করেছি। ঈদের জামাতকে কেন্দ্র করে জেলার প্রতিটি ঈদগাহ ও মসজিদে বিশেষ নিরাপত্তা থাকবে।

তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট নিরসনে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সম্মিলিতভাবে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এমআরপি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।