ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় ক্বারী মোরাদ মিয়া (৩৫) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন।  

শনিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার পৌরসভার সীমান্তবর্তী সেকদি মোড় সংলগ্ল সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম মোরাদ মিয়া কলাকান্দা গ্রামের আ. লতিফের ছেলে। তিনি কলাকান্দা নতুন মসজিদে ইমামতি করেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।  

আহতরা হলেন চককাউরিয়া গ্রামের মৃত মাওলানা ওবায়দুল রহমানের ছেলে খায়ের উদ্দিন (৫০) ও খায়ের উদ্দিনের ছেলে আমির হামজা (১০)।

পুলিশ জানায়, মোরাদ, খায়ের ও খায়েরের শিশু ছেলে আমির হামজা শনিবার বিকেলে শ্রীবরদী থেকে মাটিয়াকুড়া যাওয়ার সময় পৌর সীমান্তবর্তী সেকদি মোড়ে পৌঁছালে শেরপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজির সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোরাদকে মৃত ঘোষণা করেন।  আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।