ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফ্রান্সের প্রেসিডেন্টকে শেখ হাসিনার অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
ফ্রান্সের প্রেসিডেন্টকে শেখ হাসিনার অভিনন্দন

ঢাকা: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

মঙ্গলবার (২৬ এপ্রিল)  এক বার্তায় তাকে অভিনন্দন জানান তিনি।

ম্যাক্রোঁ দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্ব আগামীতে আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট। এর আগে ২০১৭ সালেও ম্যাক্রোঁর কাছে পরাজিত হয়েছিলেন মেরিন লা পেন।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।