ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘৪০ হাজারের স্থানে ৬০ হাজার যানবাহন হলেও সমস্যা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
‘৪০ হাজারের স্থানে ৬০ হাজার যানবাহন হলেও সমস্যা নেই’

নারায়ণগঞ্জ: গাজীপুর জোনের হাইওয়ে পুলিশের সুপার (এসপি) আলী আহমেদ খান বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও এটি দেশের ইকোনমিক লাইফলাইন। এখানে ৪০ হাজার গাড়ি চলাচল করে।

 সেটা যদি ৬০ হাজারও হয়, তবুও সমস্যা হবে না।

তিনি বলেন, ঈদের তিনদিন আগে মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের ঘোষণা আছে। জরুরি পণ্য ছাড়া ইট, বালু, রড, সিমেন্টের গাড়ি এ সময় বন্ধ হয়ে যাবে। এতে অনেক চাপ কমে যাবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশের ৬৭০ জন ট্রাফিক ঈদযাত্রায় দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি হোন্ডা পার্টি, মোবাইল টিম, সাদা পোশাকে পুলিশ থাকছে।

সবার জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, আশা করছি সবার ঈদ যাত্রা সুন্দর হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad