ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বোনাসের দাবিতে ওষুধ ফ্যাক্টরি শ্রমিকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
রাজশাহীতে বোনাসের দাবিতে ওষুধ ফ্যাক্টরি শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী: রাজশাহীতে ঈদের বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন কেমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ ফ্যাক্টরির শ্রমিকরা।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা ঈদ বোনসের দাবিতে কর্মবিরতিতে যান।

তারা মহানগরীর টিকাপাড়ায় থাকা ফ্যাক্টরি কম্পাউন্ডে জড়ো হন। এখানে তারা বিক্ষোভ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভের সময় কর্মরত শ্রমিকরা জানান, ওই ওষুধ ফ্যাক্টরির শ্রমিক সংখ্যা দুই শতাধিক। এর মধ্যে ৬০-৬৫ জন শ্রমিক মাসিক বেতনের ভিত্তিতে রয়েছে। আর বাকি শ্রমিকদের দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করানো হয়। ঈদের আগে শ্রমিকদের মার্চ মাসের বেতন দেওয়া হয়। আর এক সপ্তাহ ধরে তাদের বলা হচ্ছিল ঈদের আগেই বোনাস দেওয়া হবে। কিন্তু এখন বোনাস দিচ্ছে না কর্তৃপক্ষ।

বোনাস দেওয়ার কথা বলে শুক্রবার ছুটির দিনেও তাদের কাজে আসতে বলা হয়েছিল। কিন্তু আসার পর জানানো হয় বোনাস দেওয়া হবে না তাই তারা কাজ বন্ধ করে দিয়েছেন।  

রাজশাহী কেমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপক আমিনুল হক বলেন, এই কোম্পানির মালিক এমএ কালাম মারা গেছেন। এখন তার সন্তানরা কোম্পানির দায়িত্বে আছেন। হঠাৎ শীর্ষ কর্মকর্তার মৃত্যু এবং করোনার পরে আর্থিক সংকট দেখা দিয়েছে। তাই বেতন পরিশোধ হলেও বোনাস নিয়ে সমস্যা হচ্ছে। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।  

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনার পরে থানা থেকে পুলিশ পাঠানো হয়। পরে পরিস্থিতি শান্ত হয়। বিকেলের আগেই বোনাস দেওয়ার আশ্বাসে ওই ওষুধ ফ্যাক্টরির আন্দোলনরত শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।