ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

ঢাকার পুরানা পল্টন ও উত্তর বাড্ডায় আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
ঢাকার পুরানা পল্টন ও উত্তর বাড্ডায় আগুন

ঢাকা: রাজধানীর পুরানা পল্টনের জামাল টাওয়ারে এবং উত্তর বাড্ডা এলাকায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, দুই স্থানের লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেন ডিউটি অফিসার রোজিনা ইসলাম।

তিনি বলেন, পুরানা পল্টনের বিজয়নগর পানির টাংকির পূর্বপাশে বহুতল ভবন জামাল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে। ভবনের ১২তলায় কার্নিশে থাকা ময়লায় আগুন লাগে।

তিনি আরও বলেন, এদিকে উত্তর বাড্ডা এলাকায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের সংবাদে সেখানে ফয়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বাড্ডার আগুন লাগার সংবাদ পাওয়া গেছে পৌনে ১১টায় দিকে ও বিজয়নগরের জামাল টাওয়ারের অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে ১১ টা ৪০ মিনিটে। উভয় স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৬ ইউনিট কাজ করে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।