ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে তুষার রাজবংশী (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার চালতিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


হাসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির আহমেদ জানান, সকালে চালতিপাড়ায় স্বাধীন এক্সপ্রেসওয়ে নামে একটি বাস ও পণ্যবাহী একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা তুষার ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে আরও দু’জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনার পর থেকে বাসচালক পলাতক। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।