ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

১০ টাকায় ১০টি নিত্য প্রয়োজনীয় পণ্য!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
১০ টাকায় ১০টি নিত্য প্রয়োজনীয় পণ্য!

ব্রাহ্মণবাড়িয়া: ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক দরিদ্র পরিবারকে ১০ টাকার বিনিময়ে ১০টি করে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়েছে।  

শনিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মানিবক সংগঠন “দীপ্ত পথিক” এর উদ্যোগে শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাদের মধ্যে এসব ঈদ উপহার দেওয়া হয়।

 

এসময় প্রত্যেক উপকারভোগীর কাছ থেকে ১০ টাকা করে নিয়ে এর বিনিময়ে এক কেজি করে চাল, ডাল, চিনি, সেমাই, ডিম, আলু, পেঁয়াজ, দুধ, নুডুলস ও কিছমিছ দেওয়া হয়।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান।  

এতে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল, বিদ্যুৎসাহী এস এম নাছের বাহার ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. সুখন খান।  

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।