ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুলিশের ওপর হামলা: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মে ১, ২০২২
পুলিশের ওপর হামলা: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার মামলায় খন্দকার রেজাউর রহমান চয়ন (৪৫) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

চয়ন উপজেলার গট্টি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বলে জানা যায়।

 

রোববার (১ মে) সকালে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

ডিবি ওসি জানান, শনিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকা থেকে ওই সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।  

পুলিশ জানায়, ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত মাসের ১৪ এপ্রিল ফরিদপুর সালথা থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর-১১।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।