ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনসান মহাসড়ক, যাত্রীদের অপেক্ষায় পরিবহন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মে ২, ২০২২
সুনসান মহাসড়ক, যাত্রীদের অপেক্ষায় পরিবহন

সাভার (ঢাকা): ঈদুল ফিতরের আগের দিন শিল্পাঞ্চলের মহাসড়কগুলো সুনসান হয়ে পড়েছে। অল্প-স্বল্প গাড়ি চলতে দেখা গেছে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে।

ঈদ যাত্রার শেষ সময়ে হাতে গোনা যাত্রী আসছে বাসস্ট্যান্ডে। যাত্রীদের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে পরিবহগুলো।

রোববার (০২ মে) বেলা ১১ টার দিকে আশুলিয়ার বাইপাইল ত্রীমোড় এলাকায় গিয়ে সড়কে ও বাস স্ট্যান্ডগুলোতে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বাভাবিক সময়ের মতো যাত্রীদের ডেকে ডেকে গাড়িতে তুলছেন পরিবহন শ্রমিকরা। কোনো কোনো কাউন্টারে অলস সময় পার করছেন টিকেট বিক্রেতারা। কিছু পরিবহন যাত্রী অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। আবার কিছু গাড়ি ছেড়ে গেছে অর্ধেকেরও কম যাত্রী নিয়ে।

শেরপুর ট্রাভেলস কাউন্টারে সুপারভাইজর উজ্জল হোসেন বলেন, গত দুই দিনের তুলনায় আজ যাত্রী অনেক কম। গত দুই দিনে যারা যাবার তারা চলে গেছে। আজ এখন যাত্রী নেই। সড়কে কোনো জ্যাম নেই এখন পুরো সড়ক ফাঁকা। আমাদের হাতে এখন অনেক গাড়ি আছে কিন্তু যাত্রী নেই তাই গাড়ি ছাড়ছি না। যাত্রী পেলে রাতে গাড়ি ছাড়া হবে।

রফিকুল নামের এক যাত্রী পরিবার নিয়ে পাবনা যাবেন ঈদ উদযাপন করতে। তিনি বাংলানিউজকে বলেন, অফিস ছুটি দিয়েছে আগেই। আজ মানুষের ভিড় কম হবে বলে আজ বের হয়েছি। গাড়িও কম। মানুষও কম। শান্তিতে যেতে পারবো। গত দুই দিন যা চাপ গেছে রাস্তায় ভয়ে তখন বের হয়নি।

ঢাকা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্বাস উদ্দিন বাংলানিউজকে বলেন, সব জায়গাতেই যাত্রী কম। একজন পরিবহন মালিক হিসেবে আমি হতাশ। অনেক মানুষ আগেই চলে গেছে। আর এবার অনেকে মোটরসাইকেল বাড়ি গেছে। আর এই মোটরসাইকেলেই কারণে যাত্রী অনেক কম।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, ঈদে যারা বাড়ি যাওয়ার তারা ইতোমধ্যে চলে গেছে। মহসড়কের সবকয়টি স্থানেই আমাদের পুলিশ দিন রাত কাজ করছে। ঈদযাত্রীর কোনো ভোগান্তি হচ্ছে না। শেষ সময়ে এসে কোথাও পরিবহন বা যাত্রীদের কোনো চাপ নেই।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ০২, ২০২১
এসএফ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।