ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আতশবাজিতে ঝলসে গেল যুবকের হাত-চোখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ৩, ২০২২
আতশবাজিতে ঝলসে গেল যুবকের হাত-চোখ

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে আতশবাজিতে ঝলসে গেল ইদ্রীস হাওলাদারের (২২) হাত ও চোখ।

সোমবার (০২ মে) সন্ধ্যার পরে ইন্দুরকানী বাজারের এলজিইডি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

ইদ্রীস হ্ওালাদার উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে।  

জানা যায়, ঈদের আনন্দে চাঁদ রাত উপলক্ষে সন্ধ্যার পরে ইদ্রীসের নিজের বানানো আতশবাজি ফুটানোর সময় আগুনে তার হাত ও এক চোখ মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তিনি পেশায় গ্যারেজ মেকার।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বাংলানিউজকে জানান, ইদ্রীসকে উদ্ধার করে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আতশবাজির ব্যাপারে সতর্ক করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।