ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে বাস উল্টে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ৪, ২০২২
মিরসরাইয়ে বাস উল্টে নিহত ২

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ের কমলদহ এলাকায় বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (৪ মে) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার রায়পুরের হুমায়ুন কবিরের ছেলে মো. ফয়সাল (২২) ও চট্টগ্রাম জেলার পটিয়ার স্বপন আচার্যের ছেলে শান্ত আচার্য (২৩)। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্বাধীন বাংলা নামে একটি বাস কমলদহ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে দুই যাত্রী নিহত ও পাঁচজন গুরুতর আহত হন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব চন্দ্র নাথ জানান, কমলদহ এলাকায় স্বাধীন বাংলা নামে একটি বাস উল্টে দুই যাত্রী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ০৪, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।