ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পৃথক ঘটনায় আরো ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, মে ৪, ২০২২
পঞ্চগড়ে পৃথক ঘটনায় আরো ২ জনের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ও বোদা উপজেলায় পৃথক স্থানে দু’জনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়ের বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া নিহতদের  মরদেহ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তারা জানান, এ ঘটনায় থানায় পৃথকভাবে অপ-মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ মে) দুপুরে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাখারিয়া পাড়া এলাকায় গুরুদাস (৪০) ধানক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি নেওয়ার জন্য পাম্পের সুইচ চালু করতে যান। এ সময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিউবওয়েলে অসাবধানতা বসত হাত লাগলে বিদ্যুৎপৃষ্ঠ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহত গুরুদাস ওই এলাকার মৃত অন্যদা বর্মণের ছেলে।

এদিকে জেলার তেঁতুলিয়া উপজেলায় রিপন (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৩ মে) দিনগত গভীর রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রিপন ওই এলাকার গমির উদ্দিনের ছেলে।  

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ঈদের দিন রাতে পরিবারের সবাই খাওয়া শেষে ঘুমাতে যান। পরে রাতে কুকুরের ডাকাডাকি শুরু করলে রিপনের বাবা গমীর উদ্দিন ঘর থেকে বের হলে রিপনের ঘরের বারান্দায় তাকে ঝুলতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে রিপনকে উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা কিছুই বলতে পারছেন না।

এর আগে বুধবার দুপুরে পঞ্চগড়ে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জামাদার পাড়া এলাকার ভিতরগড় পঞ্চগড় সড়কে ঈদের আনন্দে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুই মোটর সাইকেলর সংঘর্ষে আবু বক্কর সিদ্দীক (১৬), শিশির ইসলাম (১৮), নতুন ইসলাম (১৮) নামে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মে ০৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।