ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, মে ৪, ২০২২
রংপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৫

রংপুর: রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

বুধবার (৪ মে) রাতে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ খতিবুর রহমান ৩ জনের ঘটনাস্থলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আহত ৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আহম্মদ হোসেন, ছোয়াদুল ইসলাম ও নাজমা বেগম।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রংপুর থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে সৈয়দপুরের দিকে রওনা হয়। অপরদিকে সৈয়দপুর থেকে রংপুরগামী একটি সিএনজি আসছিল। এসময় উল্লেখিত স্থানে মাইক্রো-সিএনজি মুখোমুখি সংঘর্ষ ঘটে, পরে ঘটনাস্থলে তিনজন এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন মারা যান। আহত অবস্থায় আর কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের সহকারী পরিচালক মোকাদ্দেস আলি হাসপাতালে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন ওয়ার্ডে আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ০৪, ২০২২
এইচএমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।