ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়ছে বাংলাবাজার ঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ৫, ২০২২
ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়ছে বাংলাবাজার ঘাটে

মাদারীপুর: ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।  

বৃহস্পতিবার (৫ মে) ভোর থেকেই রাজধানীগামী যাত্রীদের ভিড় রয়েছে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে।

ফেরিঘাটে গাড়ির চাপ অপেক্ষাকৃত বেশি। ঘাটে এসে সিরিয়ালে কমপক্ষে দুই ঘণ্টা আটকে থাকতে হচ্ছে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা যাত্রীদের। তবে লঞ্চ ও স্পিডবোট যাত্রীদের চাপ সহনীয় রয়েছে। যাত্রীরা লঞ্চ-স্পিডবোট ভোগান্তি ছাড়াই পার হতে পারছেন।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার রাজধানীমুখী যাত্রীরা ভোর থেকেই কর্মস্থলে যোগ দিতে গন্তব্যে ছুটছেন। ভোরের দিকে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ হঠাৎ করেই বেড়ে যায়। সাধারণত যারা অফিস করবেন তাদের একটা অংশ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঘাটে এসে উপস্থিত হয়। এরপর থেমে থেমে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। তবে ফেরিঘাট কিছুটা ভোগান্তি রয়েছে। ভোর থেকে ঘাটে সিরিয়ালে অসংখ্য যানবাহন আটকে রয়েছে। ঘাটে এসে দুই-তিন ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরিতে উঠতে। নৌরুটের দু’টি ঘাট দিয়ে ১০টি ফেরি চলছে।



বাংলাবাজার ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, রাত-দিন ২৪ ঘণ্টাই ফেরি চলছে। ফলে ঘাটে খুব বেশি ভোগান্তিতে পড়তে হবে না যাত্রীদের। বাংলাবাজার-শিমুলিয়া এবং মাঝিরকান্দি-শিমুলিয়া উভয় ঘাট দিয়েই যানবাহন পার করা হচ্ছে। ফেরিতে সাধারণ যাত্রীদের চাপ নেই। তবে মোটরসাইকেল আরোহীদের চাপ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজা লঞ্চঘাট সূত্রে জানা গেছে, বুধবার (৪ মে) বিকেল থেকেই যাত্রীরা ঢাকা ফিরতে শুরু করেছেন। তবে পরদিন বৃহস্পতিবার সকাল থেকে বেড়েছে যাত্রীদের চাপ। নৌযানে ধারণ ক্ষমতা মেনে যাত্রী পার করা হচ্ছে। ঝড়ের মৌসুমে সতর্কতার সঙ্গে নৌযান চলাচল করছে। নৌরুটে ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট রয়েছে। আবহাওয়া বৈরী হয়ে উঠলেই নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে জানান, কর্মস্থলগামী যাত্রীদের ভিড় বাড়ছে বাংলাবাজার ঘাটে। আগামী বেশ কয়েকদিন এই চাপ থাকবে। তবে নৌযানে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পারাপার করা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।