ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রিজের রেলিংয়ে লেগে ট্রেনের ছাদে চড়া শিক্ষার্থীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, মে ৫, ২০২২
ব্রিজের রেলিংয়ে লেগে ট্রেনের ছাদে চড়া শিক্ষার্থীর মৃত্যু 

নেত্রকোনা: নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে আজ বৃহস্পতিবার (০৫ মে) বিকেলে কমিউটার ট্রেনের ছাদে চড়ে ব্রিজের রেলিংয়ে লেগে মাথা ফেটে শাহরিয়ার ইসলাম স্বপ্ন নামে এক শিক্ষার্থী মারা গেছে। নেত্রকোনা সদর উপজেলাধীন কংশ নদীর ওপর ঠাকুরাকোনা ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ও আটপাড়া উপজেলার দুওজ গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।  

জানা গেছে, শাহরিয়ার ইসলাম স্বপ্ন মোহনগঞ্জ ষ্টেশন থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ছাদে চড়ে যাওয়ার পথে ঠাকুরাকোনা ব্রিজে পৌঁছলে তিনি কানে ইয়ার ফোন লাগিয়ে দাঁড়িয়ে পড়লে ব্রিজের রেলিংয়ে লেগে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যান। পরে নেত্রকোনা স্টেশন থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, মে ০৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।