ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটে আরও ৩টি খেলার মাঠ হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, মে ৮, ২০২২
সিলেটে আরও ৩টি খেলার মাঠ হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট: সিলেটে আরও ৩টি খেলার মাঠ করার জন্য মেয়রকে উদ্যোগ নিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, সিলেট নগরে খেলাধুলার কোনো মাঠ নেই।

তাই কমপক্ষে সিলেটে আরও তিনটি মাঠের প্রয়োজন। সুরমার ওপারে দক্ষিণ সুরমায় আরও ৩টি মাঠ করতে মেয়রকে তাগিদ দিয়েছি।

রোববার (৮ এপ্রিল) বিকেলে জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যারা জাতীয় দলে খেলেন, তাদের বেশির ভাগই মফস্বল থেকে উঠে আসা, মফস্বলের ছেলে-মেয়েরা খুব ভালো খেলে।

ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন খেলাধুলা নিয়ে কোনো চিন্তা নেই। মফস্বলের ছেলে-মেয়েদের খেলাধুলার উন্নয়নে যা কিছু করা দরকার তা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এর আগে ২০ কোটি টাকা ব্যয়ে বিকেএসপি সিলেট একাডেমিক ভবন ও ফুটবল মাঠের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

রোববার বেলা ১টার দিকে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের নবনির্মিত একাডেমিক ভবন ও  সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক, বিকেএসপির পরচিালক (প্রশিক্ষণ) কর্নেল মো. মিজানুর রহমান, পরচিালক (প্রশাসন ও অর্থ) মুহম্মদ আনোয়ার হোসেন, বিকেএসপির উপ-পরচিালক (প্রশিক্ষণ) উজ্জ্বল চক্রবর্তী, বিকেএসপির আঞ্চলকি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-পরচিালক হাসান আল মাসুদসহ কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘন্টা, মে ০৮, ২০২২
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।