ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাসচাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মে ৯, ২০২২
বাসচাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক গ্রেফতার

ময়মনসিংহ: মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় বাসচাপায় পুলিশের এক সদস্য নিহতের ঘটনায় পলাতক বাস চালাক মো. রহিম উদ্দীন (৫৫) ময়মনসিংহে গ্রেফতার হয়েছে।

রোববার (৮ মে) বিকেলে সদর উপজেলার রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে সন্ধ্যায় ২০১৮ সনের সড়ক পরিবহন আইন ৯৫ ও ১০৫ ধারায় মৌলভীবাজার সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তার কাছে গ্রেফতার আসামি রহিম উদ্দীনকে হস্তান্তর করা হয়।  

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৌলভীবাজার জেলার শেরপুর গোলচত্বর এলাকায় ৮ মার্চ ভোর রাত ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জালালবাদ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাত্রিকালীন টহল ডিউটিরত ৩ পুলিশ সদস্যকে চাপা দেয়।  পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পুলিশ সদস্য রাকিব আলী মারা যায়।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর মৌলভীবাজার জেলা পুলিশের এক অধিযাচন পত্রমূলে ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশ বাস চালাককে গ্রেফতার করে।

প্রসঙ্গত, নিহত পুলিশ সদস্য রাকিব আলী মৌলভীবাজার জেলার শেরপুর ফাঁড়িতে কর্মরত ছিল। তার বাড়ী সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকায়।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মে ০৯, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।