ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীদের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ৯, ২০২২
দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীদের ঢল

রাজবাড়ী: দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের যেন ঢল নেমেছে। হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ধাক্কাধাক্কি করে, লাফিয়ে লাফিয়ে যে যেভাবে পারছে ফেরিতে উঠছে।

যাত্রীর চাপে ফেরিতে যেন তিল ধারনের ঠাঁই নেই।

সোমবার (৯ মে) দুপুর ২ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসে ফেরি বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন।

দৌলতদিয়া ঘাটে ফেরি নোঙর করার আগেই হাজার হাজার যাত্রী দৌড়ে, লাফিয়ে যে যেভাবে পারে ফেরিতে উঠতে শুরু করে। এতে ফেরিতে থাকা যানবাহগুলো নামতে দীর্ঘ সময় লেগে যায়। এ সময় যাত্রীরাই যাত্রীদের চাপে হিমশিম খেতে থাকে।

বিআইড‌ব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারে ২০টি ফেরি নিয়োজিত রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, দৌলত‌দিয়া ফে‌রিঘাট এলাকায় যাত্রীদের জানমালের নিরাপত্তায় বিপুল সংখ্যক পু‌লিশ কাজ কর‌ছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।