ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ১০, ২০২২
টাঙ্গাইলে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু 

টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১০ মে) দুপুরে স্থানীয় মো. নজরুলের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচ শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের সেপটিক সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। এ সময় আনন্দ ও নিধন মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বেকু(ড্রেজার) দিয়ে মাটি সরিয়ে ওই দুই জনের মরদেহ উদ্ধার করেন।  

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, খবর পেয়ে তারা এসে মরদেহ দুটি উদ্ধার করেন।  

টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।  

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৪৫৬, মে ১০, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।