ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বারিশ হককে নিয়ে ফেসবুকে মন্তব্য, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মে ১০, ২০২২
বারিশ হককে নিয়ে ফেসবুকে মন্তব্য, যুবক গ্রেফতার

ঢাকা: উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার বারিশ হককে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের দায়ে কবির হোসেন নামে এক যুববককে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

মঙ্গলবার (১০ মে) দুপুরে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের কাউন্টার টেররিজমের সহকারী কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, কবির সামাজিক যোগাযোগমাধ্যমে মিম, ট্রল ও পোস্টের নামে অশ্লীলতা ছড়িয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হয়রানি করে আসছিলেন।

‘বদমেজাজ’ নামে একটি পেজ থেকে এরকম পাবলিক নুইসেন্স সৃষ্টি করছিলেন তিনি। তার বিরুদ্ধে ঢাকার দক্ষিণখান থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ১০, ২০২২
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad