ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংর্ঘষ, আহত ২০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ১১, ২০২২
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংর্ঘষ, আহত ২০ 

ময়মনসিংহ: ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই চালকসহ কমপক্ষে ২০ যাত্রী।

 

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।  

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

বুধবার (১১ মে) পৌনে ১১টার দিকে সদর উপজেলার শম্ভূগন্জ এলাকার রশিদপুর মেহগনি বাগানের সামনে এই দুর্ঘটনা ঘটে।  

ময়মনসিংহগামী জারিয়া-হোগলা বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী একটি বাসের এই মুখোমুখি সংঘর্ষ হয়।  

ঘটনার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা বিমল পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তবে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দকে পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ১১, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।