ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ হাজার লিটার তেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মে ১৩, ২০২২
কুমিল্লায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ হাজার লিটার তেল জব্দ

কুমিল্লা: কুমিল্লায় পাঁচ লিটারের বোতলজাত তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। শুক্রবার (১৩ মে) জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার এক দোকানির বাড়ি থেকে এই তেল জব্দ করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, পাঁচ লিটারের প্রতি বোতল ৭৬০ টাকা দরে কেনা এসব তেল বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুদ করেছিলেন কামরুল হাসান স্টোর্সের স্বত্ত্বাধিকারী কামরুল হাসান। এই অনিয়মের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদ করা তিন হাজার লিটার তেল আগের দামেই বিক্রি করে দেওয়া হয়।  

এছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোর্সকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

ভোক্তা অধিকারের এই কর্মকর্তা জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।  বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।