ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১২০০ লিটার সয়াবিন তেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ১২০০ লিটার সয়াবিন তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ১২শ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শনিবার (১৪ মে) দুপুরের দিকে ওই বাজারের নিয়ামত স্টোরের গুদামে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করেন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে আনন্দবাজারের নিয়ামত স্টোরের গুদামে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুদ করা ১২শ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। পরে মজুদ ও বেশি দায়ে বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামতকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ তেলগুলো বোতলেরর গায়ের দামে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।