ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিস্তায় ধরা পড়ল ১৭ কেজির বোয়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ১৬, ২০২২
তিস্তায় ধরা পড়ল ১৭ কেজির বোয়াল

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ।

সোমবার (১৬ মে) সকালে উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় তিস্তা নদী থেকে জেলে সাজুর জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, বৃষ্টি আর উজানে ঢেউয়ে তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে। পানি বাড়ায় তিস্তা নদীতে মাছও বেড়েছে। দীর্ঘ দিন পরে সুদিন ফিরে পেয়েছে তিস্তা পাড়ের জেলেরা। সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় তিস্তা নদীতে জাল ফেলেন জেলে সাজু মিয়া। তার জালে ১৭ কেজি ওজনের বোয়ালটি মাছ ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য ওই এলাকার ঘুন্টিবাজারে নিয়ে আসলে উৎসুক জনতার ভিড় জমে বাজারে। পরে স্থানীয়দের কাছে মাছটি এক হাজার টাকা কেজি দরে ১৭ হাজার টাকায় বিক্রি করেন সাজু।

জেলে সাজু মিয়া জানান, পানি বাড়ায় তিস্তা নদীতে মাছও বিগত কয়েক বছরের তুলনায় একটু বেড়েছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ১৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।