ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পেটের মধ্যে ৪ হাজার ৬৭৫টি ইয়াবা বড়ি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ১৬, ২০২২
পেটের মধ্যে ৪ হাজার ৬৭৫টি ইয়াবা বড়ি!

ঢাকা: পেটের মধ্যে করে ইয়াবা ট্যাবলেট বহনের সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাসুদ খান (৩৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতার মাসুদ চাঁদপুরের রুহুল আমিন খানের ছেলে।

সোমবার (১৬ মে) দুপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার রাত ১১টা ৫০মিনিটে বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাসুদ স্বীকার করেন যে পাচারের উদ্দেশ্যে তিনি পেটের মধ্যে ইয়াবা বহন করছিলেন। টয়লেটে গিয়ে তিনি ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন।

গ্রেফতার আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মে ১৬, ২০২২
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad