ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ১৬, ২০২২
নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরুর পচা মাংস বিক্রির অভিযাগে আকরাম মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মে) দুপুরে উপজেলা সদরের পৌরবাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

দণ্ডপ্রাপ্ত আকরাম নবীনগর পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার সৈয়দ আহমেদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, আকরাম তার দোকানে গরুর পচা মাংস বিক্রি করছিলেন। সেটি দেখে তা খাওয়ার অনুপযোগী বলে নিশ্চিত করেন ভেটেরিনারি সার্জন ডা. সাদিকুল ইসলাম। পরে ওই ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad