ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নকল আইসক্রিম তৈরি ও চিংড়িতে জেলি পুশ করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ১৬, ২০২২
নকল আইসক্রিম তৈরি ও চিংড়িতে জেলি পুশ করায় জরিমানা

সিরাজগঞ্জ: নকল আইসক্রিম তৈরির দায়ে সিরাজগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা করে একটি কারখানা সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

এছাড়া চিংড়িতে জেলি পুশ করায় ও প্রতিশ্রুত পণ্য ও সেবা না দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে আট হাজার টাকা।

 

সোমবার (১৬ মে) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

মাহমুদ হাসান রনি জানান, শহরের বড় বাজারে শাহজালাল নামে একটি কারখানায় নকল আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানাটি সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চিংড়িতে জেলি দেওয়ায় তুষার নামে এক মাছ ব্যবসায়ীকে তিন হাজার এবং প্রতিশ্রুত পণ্য ও সেবা না দেওয়ায় দীপক স্টোরের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ১৬, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।