ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩২০ বস্তা ফিড জব্দ, গাংনীতে কারখানা সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ১৬, ২০২২
৩২০ বস্তা ফিড জব্দ, গাংনীতে কারখানা সিলগালা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ইকুড়িয়ায় এইচবি ক্যাটল ফিড নামে একটি মিল থেকে ৩২০ বস্তা ফিড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মিলের বৈধ কাগজপত্র না থাকায় সেটি সিলগালা করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।

আজ সোমবার (১৬ মে) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এ সময় পলাতক ছিলেন এইচবি ক্যাটল ফিড মিল মালিক হযরত আলী।

অভিযানে অংশ নেন গাংনী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলাউদ্দীন ও গাংনী থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, এইচবি ক্যাটল ফিড মিলে অবৈধভাবে পোলট্রি খাবার প্রস্তুত করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে মিলের মালিক আগেই পালিয়ে যান। কারখানাটির প্রয়োজনীয় বৈধ কোনো কাগজপত্র নেই।

তিনি আরও বলেন, ওই মিলে বিভিন্ন কোম্পানির ৩২০ বস্তা ফিড ছিল, যা জব্দ করা হয়েছে। এসব কারণে মিলটি সিলগালা করা হয়েছে। কারখানার মালিককে তলব করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৬ মে ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।