ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কামারখন্দে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ১৬, ২০২২
কামারখন্দে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসচাপায় আব্দুল্লাহ আল মামুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৬ মে) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ আল মামুন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কামালপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফিরোজ জানান, মামুন সকালে মোটরসাইকেলে করে উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছিলেন। দুপুরে সীমান্ত বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।