ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ১৬, ২০২২
সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

সিলেট: সিলেট সদর উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
সোমবার (১৬ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিলেট সদর উপজেলার খারইল বিলের মধ্যবর্তী স্থান থেকে নিখোঁজ আছকন্দর আলীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।
 
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সদর উপজেলার জালালাবাদ থানাধীন রায়ের গাঁওয়ের ইছকন্দর আলীর ছেলে রজাক আলী।  
 
সিলেট সদরের জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক বলেন, ঝড়ের কবলে পড়া নৌকা থেকে ৬জন সাঁতার কেটে তীরে উঠতে পেরেছে। আর নিখোঁজ ২ জনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিসহ স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে। বিকেলে একজনের মরদেহ হাওরে ভেসে উঠলে উদ্ধার করা হয়।
 
প্রসঙ্গত, রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে একটি নৌকায় রায়েরগাও থেকে কালারুকা যাচ্ছিলেন বেশ কয়েক জন আরোহী। পথে সিলেট সদরের খারইল বিলের মধ্যবর্তী স্থানে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে নৌকার ৬ আরোহী তীরে ফিরতে পারলেও পঞ্চাশোর্ধ্ব ২ ব্যক্তি নিখোঁজ হন।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১৬, ২০২২
এনইউ/ এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।