ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে এক গুদামেই ছিল ১২ হাজার লিটার সয়াবিন তেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মে ১৬, ২০২২
গোবিন্দগঞ্জে এক গুদামেই ছিল ১২ হাজার লিটার সয়াবিন তেল

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি গুদামে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৬ মে) বিকেলে আমিনুল মোমিন বুলুর মালিকানাধীন হাসনাহেনা এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান চালানো হয়।


 
অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম।
 

তিনি বলেন, কৃত্রিম সঙ্কট সৃষ্টির লক্ষ্যে তেল মজুদ করার অপরাধে হাসনাহেনা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গুদামে অবৈধভাবে মজুদকৃত সয়াবিন তেল মাইকিং করে বোতলে মুদ্রিত ১৬০ টাকা লিটার দরে ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

এর আগে উপজেলার রাজাবিরাট হাটে বর্ষা ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১৬ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।