ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলমাকান্দায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে ফসলি জমিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মে ১৬, ২০২২
কলমাকান্দায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে ফসলি জমিতে

নেত্রকোনা: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে নেত্রকোনার গোমাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বাঁধ ভেঙে ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে।

জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পাঠানপাড়া জাইকার ফসলরক্ষা বাঁধ ভেঙে মান্দারউড়া বিল, দশধার, দলপুর, নিছিনপুরসহ বেশ কয়েকটি গ্রামের বিলে পানি প্রবেশ করেছে। এতে এসব এলাকার পাকা বোরো ধান তলিয়ে গেছে।

স্থানীয়রা বলছেন, এসব হাওরের ১৫ থেকে ২০ শতাংশ ধান এখনও কাটা হয়নি। এখন অতিরিক্ত মূল্যে শ্রমিক নিয়ে হাওরের পাকা ধান কাটার চেষ্টা করা হচ্ছে।

কৃষি বিভাগ বলছে, হাওরের ৮০ শতাংশ ধান কাটা হয়েছে। হাওরের পানি আসার কারণে ধান খেতে পানি বৃদ্ধি পেয়ে বাকি ধানগুলো কাটতে কৃষকদের সমস্যা হচ্ছে। দ্রুত এসব ধান কাটার পরার্মশ দেওয়া হয়েছে।

কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মদ বাংলানিউজকে বলেন, উপজেলার পোগলা ইউনিয়নের পাঠানপাড়া জাইকার ফসলরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে। সেখানে ৪৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। তার মধ্যে ৪০০ হেক্টর জমির ধান কেটে ঘরে তোলা হয়েছে।

হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আর ফসলি জমিতে পানি থাকায় কম্বাইন হারভেস্টার দিয়েও ধান কাটা যাচ্ছে না। এছাড়া আবহাওয়া খারাপ থাকায় বেশি মূল্যে শ্রমিক দিয়ে ধান কাটাতে হচ্ছে তাদের।

এ বিষয়ে জাইকার তত্ত্বাবধানে থাকা নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগ (এলজিইডির) নিবার্হী প্রকৌশলী মো. আব্দুর রহিম শেখ বাংলানিউজকে জানান, বাঁধটি আমাদের নাকি পানি উন্নয়ন বোর্ডের সেটি দেখতে হবে। বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ১৬, ২০২২
এফআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।