ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইসলামপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মে ১৬, ২০২২
ইসলামপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

জামালপুর: জামালপুরের ইসলামপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে রাশেদা বেগম (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি মেলান্দহ উপজেলার হাতিজা গ্রামের আব্বাছ শেখের মেয়ে ও বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

সোমবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে।  

এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ইসলামপুর মেলান্দহ উপজেলা সীমানা দক্ষিণ দরিয়াবাদ এলাকায় পৌঁছালে রাশেদা দৌড়ে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন। এ সময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে মুহূর্তেই তিনখণ্ড হয়ে যায় তার শরীর। খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে।  

পারিবারিক সূত্র জানায়, রাশেদা ছোট থেকেই মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ২২ বছর আগে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে বিয়ে হয় তার। গতকাল সে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে।

জামালপুর রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।