ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাদক বিরোধী অভিযান: রাজধানীতে গ্রেফতার ৬২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মে ১৮, ২০২২
মাদক বিরোধী অভিযান: রাজধানীতে গ্রেফতার ৬২

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদক বিরোধী অভিযানে রাজধানী থেকে ৬২ কারবারি গ্রেফতার হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অপরাধের তাদের গ্রেফতার করে ডিএমপি।

বুধবার (১৮ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযান শুরু হয় মঙ্গলবার (১৭ মে) সকাল ছয়টা থেকে। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, মাদক কারবারিদের কাছ থেকে ১ হাজর ১৩২ পিস ইয়াবা, ৬৮ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ১১৮ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ৫ গ্রাম আইস জব্দ করা হয়েছে। আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাদের গ্রেফতার দেখান হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মে ১৮, ২০২২
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।