ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রাম পুলিশ গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মে ১৮, ২০২২
বাগেরহাটে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রাম পুলিশ গ্রেফতার  মোস্তফা শেখ।

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় মোস্তফা শেখ (৪০) নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ মে) গভীর রাতে ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে একইদিন রাতে নির্যাতনের স্বীকার ওই গৃহবধূ গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতার মোস্তফা শেখ ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। তিনি ঘনশ্যামপুর গ্রামের আবু বক্কার শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে নিজের পালিত ছাগল খুঁজতে বাড়ির বাইরে বের হন এক গৃহবধূ। একা পেয়ে গ্রাম পুলিশ মোস্তফা তাকে ধর্ষণ করে। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে গ্রাম পুলিশ মোস্তফা পালিয়ে যায়।

ফকিরহাট মডলে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মুহাম্মদ আলিমুজ্জামান বলেন, গৃহবধূর দায়ের করা মামলার একমাত্র আসামি গ্রাম পুলিশ মোস্তফা শেখকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। বুধবার সকালে শারীরিক পরীক্ষার জন্য ওই গৃহবধূকে বাগরেহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।