ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর শোক

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৯ মে) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আবদুল গাফফার চৌধুরী ছিলেন একাধারে কবি, গীতিকার, কলামিস্ট, নাট্যকার, সাংবাদিক ও সাহিত্যিক।

তিনি মহান ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা। মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গণতন্ত্রের স্বপক্ষে তাঁর সাহসী ও ক্ষুরধার লেখনী আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।

আবদুল গাফফার চৌধুরী বাংলা একাডেমি পদক, একুশে পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদকসহ অনেক পদকে ভূষিত হয়েছেন।

মন্ত্রী প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় সময় বুধবার (১৮ মে) রাতে লন্ডনে মারা গেছেন আবদুল গাফফার চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad