ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পুলিশের কব্জি বিচ্ছিন্নকারী সেই আসামি গুলিবিদ্ধ অবস্থায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
পুলিশের কব্জি বিচ্ছিন্নকারী সেই আসামি গুলিবিদ্ধ অবস্থায় আটক

ঢাকা: কর্তব্যরত পুলিশ সদস্যের কব্জি বিচ্ছিন্নের ঘটনার মূল আসামি কুখ্যাত সন্ত্রাসী কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৯ মে) রাতে চট্টগ্রামের লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে তাকে সহযোগীসহ গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, কর্তব্যরত পুলিশ সদস্যের মর্মান্তিকভাবে কব্জি বিচ্ছিন্নের ঘটনার মূল আসামী কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। লোহাগড়ার পাহাড়ি এলাকায় পরিচালিত র্যাবের এক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১৫ মে রাতে লোহাগাড়া শেষ সীমান্ত বান্দরবান জেলার লামা সীমান্তবর্তী এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি রুবি আক্তারকে গ্রেফতার করে পুলিশ।

১৫ মে সকালে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল এলাকায় আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্য মো. জনি খানের বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে আসামিরা। এ ঘটনায় শাহাদাত হোসেন নামে আরেক পুলিশ সদস্য আহত হন।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম রোববার সকালে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি কবির আহমদকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদের বাহিনী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে দায়ের কোপে কনস্টেবল মো. জনির বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, মে ১৯, ২০২২
পিএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।