ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ট্রাক উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ২০, ২০২২
বান্দরবানে ট্রাক উল্টে চালক নিহত

বান্দরবান: বান্দরবানের থানচিতে বালু বোঝাই ট্রাক উল্টে গিয়ে মো. মুসা (৫৫) নামে এক চালক মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টার দিকে বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া ৭ নম্বর ওয়ার্ডের সামিয়ার পাড়ার বাসিন্দা। তার বাবার নাম সালেহ আহমদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর থেকে নির্মাণকাজে ব্যবহারের জন্য ট্রাকে করে বালু নিয়ে যাচ্ছিলেন মুসা। পথে জীবননগর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় চালক মুসা ঘটনাস্থলেই মারা যান। পরে রাতে খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে।

এ ঘটনায় ট্রাকে থাকা যাত্রী ও গাড়ির মালিক মো. সেলিম গুরুতর আহত হন। তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, বালু বোঝাই একটি ট্রাক থানচি আসার পথে গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় চালক ঘটনাস্থলেই নিহত হন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ২০, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।