ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিআরইউতে ‘এসো সাঁতার শিখি’ কার্যক্রমের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২০, ২০২২
ডিআরইউতে ‘এসো সাঁতার শিখি’ কার্যক্রমের উদ্বোধন

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ৮০ জন সদস্য সন্তান এবছর সাঁতার শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে। বাংলাদেশ সুইমিং ফেডরেশনের সহায়তায় এবারের সাঁতার শেখা কার্যক্রম সপ্তাহে দু’দিন (শুক্র ও শনিবার) এক ঘণ্টা করে চলবে।

শুক্রবার (২০ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবস্থিত আইভি রহমান সুইমিং পুলে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু এ কার্যক্রমের উদ্বোধন করেন।

‘ক্রীড়া সম্পাদক’ মাকসুদা লিসার সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনিবার্হী কমিটির দপ্তর সম্পাদক রফিক রাফি, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সিনিয়র সদস্য কুদরত-ই-খোদাসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ২০, ২০২২
এসএমএকে/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।