ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলন্ত ভ্যানে বিদ‍্যুতের তার পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মে ২১, ২০২২
চলন্ত ভ্যানে বিদ‍্যুতের তার পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহে চলন্ত ভ্যানের ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক ও যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনা মোড় সড়কে এ দূর্ঘটনা ঘটে।

ঘটনায় নিহত যাত্রী মিন্টু মিয়া (৩৫) সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে। তবে ভ‍্যানচালকের পরিচয় এখনও জানা যায়নি।

ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান এ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভ্যানটি একজন যাত্রী নিয়ে চাইনা মোড় এলাকা দিয়ে যাচ্ছিল। ওই সময় হঠাৎ উপর থেকে বিদ্যুতের তার ছিড়ে ভ্যানে পড়ে। এতে ভ্যানগাড়ি উল্টে গিয়ে মিন্টু মিয়া বিদ‍্যুৎপৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে চালক নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ২১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad